শিকারপুর তাঁরা বাড়ী কালী মাতার মন্দির পরির্দশন করেন তার সাথে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি সুমন হালদার আশীস , পিন্স মন্ডল, অমিত রায়, ভাস্কর সিকদার, মন্দির কমিটির সহ সভাপতি সহ অনেকে তিনি সফর কালে বাংলাদেশ হিন্দুদের অবস্তা নিয়ে আলোচনা করেন এবং বিশ্ব জনমত তৈরীর কথা বলেন এখানের হিন্দুরা অত্যাচারিত সে তা জানেন এবং সে সবসময় সংখ্যালঘুদের পাসে থাকবেন ।