বরিশালে যথাযথ ধর্মীয় মর্যাদায় যিশু র জন্মদিন উপলক্ষে শুভ বড়দিন পালিত হয়েছে।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান কল্যানফ্রন্ট শুভ বড়দিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথী বরিশাল মহানগর বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব এ্যাডঃ মজিবর রহমান সরোয়ার কেক কাটেন এবং বলেন দেশ সবার ধর্ম যার তারটি সে পালন করবে এতে বাধা দেওয়ার অধিকার কোন গনতান্ত্রিক দেশে নেই আমরা সাম্প্রদায়িক সম্প্রিতির জন্য বরিশাল কে বাংলাদেশের একটি মডেল তৈরী করেছি একে রক্ষা করা আমাদের প্রতিটি বরিশালবাসীর দ্বায়িত্ব ।
আজ খ্রিস্টিয়ান সম্প্রদায় জেলা কেন্দ্রীয় ক্যাথলিক চার্চসহ ৭ টি ক্যাথলিক চার্চে কেক কাটা, ধর্মীয় আচার ও উৎসবের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে। ক্যাথলিক চার্চগুলো আলোক সজ্জায় সর্জিত করা হয়েছে এবং খ্রিস্টিয়ান সম্প্রদায় প্রার্থনা ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেছে।