৫ ই জানুয়ারি বি.এন.পি গনতন্ত্র হত্যা দিবসে দেশব্যাপি কালো পতাকা মিছিলের ঘোষনা দেয়। বরিশালে গত রাত থেকেই আওয়ামীলীগ ও ছাত্রলীগের শোডাউন ও পুলিশের ব্যাপক তল্লাশির কারনে নেতা কর্মীরা ব্যাপক বাধার মুখে পড়ে।সকাল থেকেই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নগর বি.এন.পির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারের বাসা পুলিশ দ্বারা অবরুদ্ধ করে রাখা হয়।রাস্তায় ছাত্রলীগ নেতা কর্মীদের শোডাউন ছিল ব্যাপক।কর্মসূচীসফল করতে বি.এন.পি ও অঙ্গ সংগঠন বিভিন্ন স্হানে মিছিল করে। নগরীর বগুড়া রোডস্থ মুন্সি গ্রেজ এলাকায় কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতা এনামুল হাসান তাসলিমের নেতৃত্বে।ছাত্রদল নেতা তাসলিম জানান আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠন সহ পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি তে বাধা দিয়ে বাকশালী শাসনের প্রমান রাখছে।তার নিজ বাস ভবন, ছাত্রদল যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মুন্না সহ বিভিন্ন নেতা কর্মীদের বাসায় বিনা ওয়ারেন্টে তল্লাসি চালিয়েছে পুলিশ।বিভিন্ন স্হানে নেতা কর্মীদের উপর অযাচিত হামলা করে জখম করেছেছাত্রলীগ।এ ধরনের অশোভন ও অগনতান্ত্রিক আচরনে জনগন বিষ্মিত।তিনি প্রশাসন কে নিরপেক্ষ ভাবে তদন্ত করে ব্যাবস্হা নেয়ার দাবী জানান