ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক মাস্টার দা সূর্যসেনের জন্মভূমি পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রামের রাউজান যাবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তার আগমনকে ঘিরে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউৃএনও) শামীম হোসেন রেজা জানান, প্রণব মুখার্জী প্রথমে রাউজান কলেজের পশ্চিমে নির্মিত মাস্টার দা সূর্যসেন চত্বর, ভাস্কর্য ও তোরণ এলাকা পরিদর্শন করবেন। এরপর মাস্টার দা সূর্যসেন পাঠাগারের উদ্বোধন করবেন। পরে সেখান থেকে রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের বাড়িতে যাবেন তিনি।
এদিকে, প্রণব মুখার্জীর আগমন উপলক্ষে মাস্টার দা সূর্যসেন চত্বর ও ভাস্কর্য এলাকা সাজানো হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোমবার সকালে এসএসএফ, পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার মাস্টার দা সূর্যসেন চত্বর এলাকা, রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেন পল্লী পরিদর্শন করেন রেল মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, বিপ্লবী মাস্টার দা সূর্যসেনকে নতুন প্রজ্জন্মের কাছে পরিচিত করে তোলার জন্য তার নামে স্থাপনা নির্মাণ করা হয়েছে। তার নামে রাউজানে একটি সড়কও করা হবে।
পাঁচ দিনের ব্যক্তিগত সফরে রবিবার ঢাকায় পৌঁছান প্রণব মুখার্জী। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হয় ২০১৭ সালের জুলাইয়ে।