ফের কমতে শুরু করেছে সারাদেশের তাপমাত্রা। এরইমধ্যে শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে। এই শৈত্যপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশের তাপমাত্রাই কমতে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আগামী দু’তিন দিন থাকবে। এতে ঢাকাসহ সারাদেশেই শীতের প্রকোপ বাড়বে। এরইমধ্যে দেশের দুই/তিন জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তা আরও বিস্তার লাভ করবে। এরপর তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।’