কালীমূর্তির মাথা ও বাম হাত ভেঙ্গে পালানোর সময় ওলিউল্যাহ (৩৫) কে এলাকার লোকজন তাকে আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করে।
আটককৃত ওলিউল্যাহ নীলফামারী জেলা সদরের উত্তরা শষি (হাতিপাড়া) গ্রামের একরামুল হকের ছেলে।
এলাকার লোকজন জানায়, সকাল ৬ টার দিকে ওলিউল্যাহ পাঁচবিবি রেল স্টেশনের প্লাটফরমের উত্তর দিকে শ্রী শ্রী চামুন্ডা কালী মন্দিরের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে। অতঃপর কালীমূর্তির মাথা ও বাম হাত ভেঙ্গে পালানোর সময় এলাকার লোকজন তাকে আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করে। রেলকোলনীর হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সকাল ৮ টার দিকে মূর্তি ভাঙ্গার প্রতিবাদে মিছিল বের করে।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু,জেলা পুলিশ সুপার রশীদুল হাসান, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, পৌর প্যানেল মেয়র নূর হোসেন নূর, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুনীল রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানান। এদিকে সান্তাহার রেল পুলিশের এস আই ইমায়েদুল জাহেদী জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা করা হবে।