বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ যাদের সঙ্গে থাকে, তাদের কোনো ভয় নেই। জনগণের কাছেই আমাদের যেতে হবে। তাদের আন্দোলনে আনতে হবে।
জনগণ রাজপথে নামলে আন্দোলন সফল হবে। তাই তাদের কাছে যেতে হবে তাদের বোঝাতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। এখানে হতাশার কোনো সুযোগ নেই, সূর্য উঠবেই।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সরাতে ‘মিথ্যা মামলা’ দিয়েছে এ সরকার। তারা ভেবেছে, খালেদাকে দূরে রাখতে পারলে তাদের মাঠ পরিষ্কার। তাই তারা একটা ‘মিথ্যা মামলা’য় খালেদা জিয়াকে সাজা দিতে চায়। এসব করে খালেদাকে কোনো মতেই পরাজিত করা যাবে না।
তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা বৃদ্ধ হয়ে গেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলাম এবং আছি। আপনারা তরুণ, এখন সময় আপনাদের। আপনাদের জনগণের কাছে যেতে হবে। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে আছি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।