৫৭ ধারা বাতিল হলেও এই ধারায় দায়ের হওয়া মামলাগুলো বাতিল হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আইজিপি বলেন, ধারা বাতিল হলেও মামলাগুলো চলতে কোনো ধরনের বাধা নেই।
৫৭ ধারায় যেসব মামলা হয়েছে সেগুলো সেই সময়ের আলোকে বিচার হবে বলেও জানান তিনি।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘৫৭ ধারায় মামলা নেয়ার আগে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুমোদন নেয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় মামলাগুলো করার অনুমতি দেয়া হয়। আর মামলাগুলো করা হয় এই ধারা বাতিল হওয়ার আগে। সেক্ষেত্রে এ ধারা এখন বাতিল করা হলেও মামলা চলতে কোনো বাধা থাকবে না। আর যারা গ্রেফতার হয়ে আছেন তাদেরও আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হবে।’
নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শহীদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের উজ্জীবিত করেছে। ২৫ মার্চ অপারেশন সার্চলাইট প্রতিরোধ করতে পুলিশ রাজারবাগ, পিলখানাসহ দেশের প্রতিটি স্থানে প্রস্তুতি নেয়। পরে তারা পাকহানাদার বাহিনীকে সফলভাবে মোকাবিলা করে। যা পুলিশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।’