ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৩ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষ্যে শনিবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ। সাজ সাজ রব পড়েছে ডিএমপি সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইন্সে।
দিনের শুরুতে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এরপরই শুরু হবে নানা অনুষ্ঠান। বিকেল সোয়া ৩টায় ডিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজারবাগে বৈঠকে মিলিত হবেন। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। পুলিশ ছাড়াও গণমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।