দিনাজপুরের বিরলে এক হিন্দু গৃহবধূকে ৩১ জানুয়ারি বুধবার রাত আটায় ধর্ষণ করে মোহাম্মদ মহিদুর নামের এক দুর্বৃত্ত। ধর্ষিত হিন্দু গৃহবধুর গ্রামের বাড়ি হালজাই রানীপুকুর গ্রামের বিরল উপজেলায়। তার স্বামীর নাম ক্ষিতির চন্দ্র।
দিনাজপুরের বিরলে হিন্দু গৃহবধূকে ধর্ষণ করার পর সেই ঘটনা ধামাচাপা দিতে থানা চত্বরে সালিশ বসিয়ে প্রকাশ্য এক হিন্দু গৃহবধূর ইজ্জতের মুল্য ৫২ হাজার টাকা নির্ধরণ করে ২০ ঘন্টা পর ধর্ষককে থানা হাজত থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এব্যপারে থানায় কোন মামলা হয়নি।
স্থানীয়রা জানায়, ৩১শে জানুয়ারি মোহাম্মদ আবদুস সালামের ছেলে মোহাম্মদ মহিদুর রাত আটায় গৃহবধুকে একা পেয়ে ধর্ষণ পরে প্রতিবেশীরা গৃহবধূর চিৎকার শুনে উদ্ধার করে।
মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ইউপি সদস্যসহ, স্থানীয় আ’লীগ নেতাদের উপস্থিতে এই রায় হয়। পরে ধর্ষিতা গৃহবধু পিতার বাড়ীতে আশ্রয় নিয়েছে|