মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির জাতীয় কোর কমিটি গঠিত। ১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৫ সদস্যের কোর কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
কোর কমিটির সদস্যরা হলেন- শ্যামল কুমার রায়, সুকৃতি কুমার মন্ডল, ড. মোহাম্মদ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মৃধা, বীর বীর মুক্তিযোদ্ধা ড. গোপাল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নিরদ বরণ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার স্বপন কুমার বাড়ুয়া , বীর মুক্তিযোদ্ধা পিউস দীপক পিরীজ, সঞ্জয় কুমার ঘোষ, নূপুর ঘোষ, ম্যালকম ম্যান্ডিজ, ভবতোষ মুখার্জী (সুবীর) ও নন্দ সরকার। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচাও শ্লোগানে ২২ সেপ্টেমবর ২০১৭ সালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির আত্মপ্রকাশ করে। এরপর সারাদেশে ৩০টি জেলা ও ১২০ উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
এই বিষয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সুকৃতি কুমার মন্ডল বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল শর্ত মেনে নিবন্ধনের জন্য আমরা ডিসেম্বর মাসে আবেদন করেছি।
তিনি আরও বলেন, আমরাই বাংলাদেশে একমাত্র দল যারা দেশের নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের কথা বলি।