বৃহস্পতিবার মঠবাড়িয়ার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের একটি হিন্দু পরিবারেরজমি দখলের বাধা দেওয়া হিন্দুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনিন্দ্র নাথ বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত মামুন ও তার সহযোগী তোফেলকে গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের কৃষক মনিন্দ্র নাথ ওঝার সঙ্গে পার্শ্ববর্তী বেতমোর ইউনিয়নের রাজপাড়া গ্রামের প্রভাবশালী হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হাফিজুর রহমান একদল সন্ত্রাসী পাঠিয়ে মনিন্দ্র নাথ ওঝার জমি দখলের চেষ্টা করে।