বরিশালের আগৈলঝাড়ায় আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্র ও লাঠিপেটার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।
মঙ্গলবার রাতে উপজেলার বেলুহারে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন আগৈলঝারা থানার এসআই জাহিদ ও কনস্টেবল সোহাগ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগৈলঝারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, মঙ্গলবার রাতে উপজেলার বেলুহারে মাদক মামলার আসামি সুজন ভুইয়াকে ধরতে যান দুই পুলিশ সদস্য। সুজনকে আটক করার চেষ্টা করলে তার চিৎকারে পরিবারের সদস্যরা লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে নিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।