ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় র্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন। র্যাব বলছে নিহত ব্যক্তি ডাকাত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটেছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
মিমতানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ানশ্যুটার গান, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি ছোরা, চারটি রামদা ও দুইটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে র্যাব দাবি করেছে নিহত ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
মিমতানুর রহমান বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারীর সামসুদ্দিনের মেয়ে নিপুর জামাইবাড়ি কুমিল্লার লাকসামে বিয়ের মালামাল নিয়ে একটি গাড়িতে করে ২১জন যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে গাড়িটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছলে ৬-৭জন সশস্ত্র ডাকাত লোহার রড মেরে বরযাত্রী গাড়িটির গতিরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। পরে র্যাবের একটি টহল টিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বরযাত্রীরা বিষয়টি র্যাব সদস্যদের জানায়।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে র্যাব সদস্যরা পাশের একটি জঙ্গলে ডাকাতদলের সদস্যদের ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করতে দেখেন। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি নিক্ষেপ করেন। র্যাবের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে টিকতে না পেরে ডাকাত সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’