নিউল্যান্ডসে রুদ্ধশ্বাস সিরিজ নির্ণায়ক ম্যাচে ৭ রানে জিতল ‘মেন ইন ব্লু’৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া৷
এর আগে সেঞ্চুরিয়নে ৫-১ এ ওয়ান ডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস লিখেছিলেন বিরাট বিগ্রেড৷ কেপ টাউনে সেই ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন ‘হিট ম্যান’ রোহিত শর্মা৷ সিরিজের ফাইনাল ম্যাচটিতে শিখর ও রায়নার ব্যাটে ভর করে প্রোটিয়াদের সামনে ১৭৩ রানের লক্ষ্য রাখে ‘মেন ইন ব্লু’৷ শেষ ওভার পর্যন্ত টানটান ম্যাচে ৬ উইকেটে ১৬৫ রান তোলে প্রোটিয়ারা৷
কেপ টাউনে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে জুনিয়ার ডালার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যাপ্টেন রোহিত শর্মা৷ তবে এরপরই ওপেনার শিখর ধাওয়ান ও তিন নম্বরে ব্যাট করতে আসা সুরেশ রায়নার অনবদ্য ব্যাটে ১০ ওভারেই ৮০ রান তোলে ভারত৷ ৫ টি চার ও ১ টি ছ’য়ের সঙ্গে ২৭ বলে ৪৩ রান করে আউট হন রায়না৷ নীচের দিকে ব্যাট করতে আসা মাহি , মনীশ পান্ডেরা রান না পাওয়ার কারণে ১৭২ এ শেষ হয় ভারতের ইনিংস৷
১৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে টি-টোয়েন্টির ধাঁচে শুরুয়াত করতে পারেনি প্রোটিয়ারা৷ ওপেনিংয়ে ব্যাট করতে আসা ফর্মে থাকা রেজা হেনড্রিক্সকে ৭ রানে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার৷ এরপর ১০ ওভার অবধি উইকেট না পড়লেও স্কোরবোর্ডে গতি আনতে ব্যর্থ থাকে যে পি ডুমিনিরা৷ ৯ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ওঠে মাত্র ৪৫ রান৷ এই স্লো রেটের জন্যই শেষ পর্যন্ত চার উইকেট হাতে থেকেও ম্যাচ হাতছাড়া হয় দক্ষিণ আফ্রিকার৷
প্রোটিয়া অধিনায়ক ডুমিনি ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন৷ তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬ ওভারে ১০৯ রান৷ এখান থেকে ২৪ বলে ৪৯ রানের একটি ঝোড় ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন জঙ্কার৷ কিন্তু এবারও রোহিতদের ত্রাতার ভুমিকায় অবতীর্ন হন ভুবনেশ্বর কুমার৷ শেষ ওভারে ১৯ রান বাকি থাকলেও বিধ্বংসী জঙ্কারকে আটকে দেন ভুবি৷ শেষ পর্যন্ত ১৬৫ রান শেষ করে দক্ষিণ আফ্রিকা৷
শুধু ভারতের ছেলেরাই নয় দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়ে অনন্য নজির গড়েছেন ‘উইমেন ইন ব্লু’৷ কেপ টাউনে রোহিতদের ম্যাচ শুরুর আগেই হরমনপ্রিত কৌররা টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়ে খুশির খবর দিয়েছিলেন৷ পরে ‘মেন ইন ব্লু’র জিত সেই খুশিকে দ্বিগুণ করে৷
কেপ টাউনের ম্যাচটিতে ২৭ বলে ৪৪ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সুরেশ রায়না৷ টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন ভুবনেশ্বর কুমার৷