সিলেটের বিশ্বনাথ থেকে অটোরিকশাসহ অপহরণের ২ দিন পর চালক বিসু মালাকারের লাশ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের কচুরকান্দি এলাকার একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। বিসু বিশ্বনাথ উপজেলার ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারি রাতে অটোরিকশাসহ অপহরণ হন চালক বিসু মালাকার। পরদিন বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরী করেন তার পিতা নিখিল মালাকার। শুক্রবার দুপুরে জগন্নাথপুরের কচুরকান্দি এলাকার একটি ডোবায় লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাৎক্ষণিক বিষয়টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্বনাথ থেকে ছুটে যান অপহৃত চালকের পিতা ও অটোরিকশার মালিক গৌছ আলী। সেখানে গিয়ে তারা চালক বিসুর লাশ সনাক্ত করেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।