সিলেটের বিশ্বনাথে এক হ্দিু পরিবারের উপর হামলা এতে ৩ জন আহত হয়েছেন। রবিবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নোয়ারাই গ্রামের রতিশ চন্দ্র দাশ বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন,( মামলা নং ১৬)।
এর আগে শনিবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে হামলায় আহত হন নোয়ারাই গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাশের ছেলে রসেন্দ্র দাশ (৪৭), রঞ্জু দাশ (৩০), রতিশ চন্দ্র দাশের ছেলে রিপন দাশ (২১)। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
মামলায় অভিযুক্ত করা হয়েছে, নোয়ারাই গ্রামের আবদুল খালিকের ছেলে মঈন উদ্দিন (৩০), সেলিম উদ্দিন (৩২), আলাল উদ্দিন (২০), মৃত আবদুর রহিমের ছেলে ইসলাম উদ্দিন (৩২), মৃত আবদুল হাসিমের ছেলে রফিক উদ্দিন (৪০), মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (২০), মৃত আবদুর রহমানের ছেলে ফিরোজ মিয়া।
এর মধ্যে অভিযুক্ত রফিক উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।