কোন প্রকার মামলা ছাড়াই মহানগর
গোয়েন্দা পুলিশের (ডিবি) আটসদস্য কর্তৃক হাতে হ্যান্ডকাফ পরিয়ে সাংবাদিক সুমন হাসানকে
অমানুষিক নির্যাতনের প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযুক্ত ইয়াবা সেবনকারী ডিবি পুলিশ কনস্টবল মাসুদ হাসান, এসআই আবুল বাশারসহ
পুলিশ লাইনে ক্লোজড করা ডিবির আট সদস্যর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করাসহ চিরস্থায়ীভাবে চাকুরীচ্যুতর
দাবি করেন। নগরীর সদররোডে বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ ও ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট
এসোসিয়েশনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন
ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের
কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক মুরাদ আহমেদ, হুমাউন কবীর, নজরুল
বিশ্বাস, বিধান সরকার, আবুল কালাম আজাদ, কাজী আল-মামুন, রাহাত খান, মিথুন সাহা, মেহেদী
হাসান, গবিন্দ সাহা, এম জহির প্রমুখ। সাংবাদিকদের আন্দোলনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন
সমাজতান্ত্রিক দল বাসদের জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের
সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। একইদিন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ
সভা অনুষ্ঠিত হয়েছে।