খালেদা জিয়াকে মুক্ত করা এক শুনানির ব্যাপার বলে মন্তব্য করেছেন তার মামলার নবনিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল। তিনি বলেন, খালেদা জিয়ার মামলার রায় আমি দেখেছি। রায়ের অসঙ্গতিগুলো এক শুনানিতে তুলে ধরলে খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন।ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে লর্ড কার্লাইল এসব কথা বলেন।তিনি বলেন, আমি এখন এই মামলার অতীত ইতিহাস সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। এমন অসঙ্গতিপূর্ণ একটি মামলায় কেন খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হলো তা জানছি। যতটুকু জেনেছি তাতে এটা পরিস্কার যে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা।
লর্ড কার্লাইল ব্রিটেন থেকে খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দিবেন। প্রয়োজন হলে বাংলাদেশে এসে খালেদার পক্ষে লড়বেন। লর্ড কার্লাইলের সিরিয়াস ক্রিমিনাল মামলায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।তিনি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ লন্ডন এর চেয়ারম্যান, ২৮ বছর খণ্ডকালীন বিচারক হিসেবে হাই কোর্ট অব জাস্টিস এ কাজ করেছেন।এছাড়া তিনি ব্রিটেনের সাবেক এমপি, ব্রিটেনের টেরোরিজম লেজিসলেশন এর ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার ছিলেন ৯ বছর এবং ন্যাশনাল সিকিউরিটিতেও কাজ করেছেন।সূত্র: আমার দেশ