বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি গ্যাজেট নিঃসন্দেহে মোবাইল ফোন। দৈনন্দিন জীবনের সবকিছুই করা যায় স্মার্টফোন থেকে। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেমন ছিল বিশ্বের প্রথম স্মার্টফোনটি, কী কী সুবিধা ছিল ওই মোবাইলে, আর দামই বা কতো ছিল?
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, প্রায় দুই যুগ আগে বিশ্বের প্রথম স্মার্টফোনটি তৈরি করা হয়েছিল। সেই সময় মূলত বিশ্বের বেশির ভাগ মানুষের স্মার্টফোন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সাধারণ মোবাইল ফোন থাকাটাই ছিল আশ্চর্যের বিষয়। আর বাংলাদেশে মোবাইলের আবির্ভাব ঘটলোই তো ২০০০ সালের পর। আইবিএম নামে একটি কোম্পানি এই স্মার্টফোনটি বাজারে আনে।
বিশ্বের এই প্রথম স্মার্টফোনটি ১৯৯৪ সালে তৈরি হয়। জাপানি মিতসুবিসি ইলেক্ট্রিক কর্প কোম্পানির সঙ্গে এক যৌথ উদ্যোগে স্মার্টফোনটি তৈরি করে আইবিএম। ফোনটির নাম দেয়া হয় সিমন। তখনকার যুগে আবিষ্কার করা এই ফোনে ছিল না কী-প্যাড। পুরোপুরি টাচস্ক্রিন প্রযুক্তির মাধ্যমেই ব্যবহার করতে হতো এটি।
জানা গেছে, ১৯৯৪ সালে ১৬ই আগস্ট কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই এই স্মার্টফোনটি বের হয়। অবশ্য ৯৫ সালেই সিমনের উৎপাদন বন্ধ হয়ে যায়। কিন্তু মাত্র এক বছরেই ফোনটির প্রায় ৫০ হাজার ইউনিট বিক্রি হয়।
বর্তমান স্মার্টফোনের অনেক আধুনিক ফিচারও সিমন নামের এই ফোনটিতে ছিল। ম্যাপিং, গেম, নোটপ্যাড, ফ্যাক্সসহ মেইলও আদান-প্রদান করা যেত ফোনটির মাধ্যমে। ফোনটির দৈর্ঘ্য ছিলো ৮ ইঞ্চি, চওড়া ২.৫ ইঞ্চি এবং পুরু ১.৫ ইঞ্চি। ফোনটির ওজন প্রায় আধা কেজি। এটি দেখতে অনেকটা ইটের মতো।
সিমন নামের এই স্মার্টফোনটির মেমরি ১ মেগাবাইট। ফোনটির সবগুলো ফিচার উন্নত হলেও ব্যাটারির ক্ষমতা ছিল নিম্নমানের। ফুল চার্জ হলে ফোনটি মোটে ১ ঘণ্টা সচল থাকতো। ওই সময়ে এই স্মার্টফোনটির দাম ছিল প্রায় ৮৯৯ ডলার।