বাংলাদেশ মাইনারিটিস ওয়াচের সভাপতি প্রখ্যাত মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রবীন্দ্রনাথ ঘোষের ঢাকার কামরাঙ্গির চরের বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভূমিদস্যু মো. লোকমান গংরা।
ঘটনার পেক্ষাপটে মানবাধীকার কর্মী মাইনারিটিস ওয়ার্চের সভাপতি অ্যাড. রবীন্দ্রনাথের স্ত্রী কৃষ্ণা ঘোষ বাদী হয়ে ঢাকা ডিএমপির কামরাঙ্গিরচর থানায় ২৫ মার্চ ২০১৮ রবিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ক্রয়সুত্রে প্রাপ্ত কামরাঙ্গিরচর এলাকায় দুই কাঠা জমির উপর নির্মাণাধীন বাড়ীতে ২টি টিনের তৈরী ঘর সহ আসবাবপত্র দিয়ে আনুমানিক সাড়ে ছয় লাখ টাকা মুল্যের সম্পদ নষ্ট করে লুটপাতে করে নিয়ে গেছে বলে রবীন্দ্রনাথ ঘোষের স্ত্রী কৃষ্ণা ঘোষ এজাহারে উল্লেখ করেছেন। এবিষয়ে রবীন্দ্রনাথ ঘোষসহ আর্ন্তজাতিক কয়েকটি মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে বিশ্বসূত্রে জানা গেছে।
বিষয়ের আলোকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোটের মহা-সচিব অ্যাড. গোবিন্দ প্রামানিক বলেন একজন হিন্দু মানবাধীকার কর্মীর বাড়ি আক্রান্ত হলে সাধারন হিন্দু সম্প্রদায়ের বসবাসের মানুষিকতায় আঘাত লাগার কথা।