“বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” শ্লোগানকে সামনে রেখে এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অসংখ্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ক্যাটাগরিতে এবার পদক পাচ্ছেন দৈনিক জনকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার বিভাষ বাড়ৈ।
এদিকে দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান বিশিস্ট সাংবাদিক বিভাষ বাড়ৈকে সাংবাদিক ক্যাটাগরিতে নির্বাচিত করায় দুদক এর উর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহুরুল ইসলাম জহির (প্রথম আলো), মোঃ আসাদুজ্জামান রিপন (যুগান্তর), আলহাজ মোঃ জামাল উদ্দিন (ইত্তেফাক), সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া (মাইটিভি), সহসভাপতি খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব), সহসাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু (সংবাদ), দপ্তর সম্পাদক এইচএম সুমন (নয়াদিগন্ত), প্রচার সম্পাদক এইচএম মহসিন (সংবাদ প্রতিদিন), সহপ্রচার সম্পাদক জামিল মাহমুদ (ভোরের পাতা), সাংবাদিক প্রেমানন্দ ঘরামী (ন্যায় অন্যায়), সংবাদ সপ্তাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল-আমিন, আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ), হাসান মাহমুদ (বরিশাল বার্তা) প্রমুখ।
অপরএক বিবৃতিতে দুদক কর্মকর্তা ও সাংবাদিক বিভাষ বাড়ৈকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খন্দকার শাহে আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন।