গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে কোনও জটিলতা নেই বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
বুধবার (২৮ মার্চ) ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান মন্ত্রণালয় থেকে চিঠির জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী শনিবার (৩১ মার্চ) ইসির সভা অনুষ্ঠিত হবে। ওই সভার এজেন্ডায় গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।’
এর আগে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের সীমানা, ওয়ার্ড বিভক্তিকরণ, আদালতের আদেশ প্রতিপালন ও প্রাসঙ্গিক বিষয়ে সর্বশেষ অবস্থাসহ মতামত জানাতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছিল ইসি। ওই চিঠির জবাব না পেয়ে গত ২০ মার্চ ফের আরেকটি চিঠি দেয় কমিশন। শেষের চিঠির জবাবে এই পাঁচ সিটির বিষয়ে অবস্থান জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয়।