বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারকে শক্তিশালি করার নানামুখী উন্নয়ন কাজের পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত স্থানীয় সুশাসন কর্মসূচী-শরিক (চতুর্থ পর্যায়ে) জেলার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত জেলার ১০ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, স্থানীয় সরকারের প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোকে আরও শক্তিশালি করা হবে।
বিআরডিবি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান, বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ প্রমুখ।