গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র স্পন্দন সরকার অংকনকে বাঁচাতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অংকন দীর্ঘ ১৬ বছর ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এখন সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এবিএম ইউনুসের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসক অংকনের অস্থিমজ্জা পুনঃস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘ ১৬ বছর তার চিকিৎসা করতে গিয়ে পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। তাই মেধাবী ছাত্র অংকনকে বাঁচাতে সহপাঠীরা সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছে।
এ উপলক্ষে শনিবার শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আবদুল্যাহ হারুন বাবলু, সাংবাদিক গোবিন্দলাল দাস, রিক্তু প্রসাদ, সাংস্কৃতিক কর্মী দেবাশিষ দাশ দেবু, পলাশ চাকী, মোনারুল ইসলাম, শ্রমিক নেতা কাজী আমিরুল ইসলাম ফকু, ছাত্রলীগ নেতা আশিফ সরকার, অসুস্থ অংকনের মা কুন্তলা রাণী দাস প্রমুখ বক্তব্য দেন।
অংকনের বাবা দেবদুলাল সরকার সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় সঞ্চয়ী হিসাব নং ৫১১০২৩৪০৫১০১৫ আর্থিক সহায়তা পাঠানোর জন্য সবার প্রতি আবেদন জানান।