রংপুরের স্পেশাল জজ আদালতের পিপি ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথিশ চন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনা শূক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে তার সন্ধানের দাবিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রংপুর মহাসড়কে নগরীর তাজহাটের সাবেক হাইকোর্ট মোড়, বাবুপাড়া রেলগেট এলাকায় অবরোধ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।
রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হত্যা এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী। নিখোঁজ আইনজীবী (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে মামলা দুটি পরিচালনা করছিলেন।