বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী বিধি মেনে সব রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার থাকলেও তা শুধু ক্ষমতাসীনরাই ভোগ করছে।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে ‘লিফলেট বিতরণ’ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। এরআগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সময় রাজধানীর বিভিন্ন এলাকাতেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
এলিফ্যান্ট রোড ও ফকিরাপুল এলাকায় দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভা করা হয়।
পল্টনের পথসভায় মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে কারামুক্ত করা হবে।