দলীয় সূত্র মতে, অ্যাড. সরোয়ার নেতা-কর্মীদের নিয়ে বেলা ১২টার দিকে সদর রোড টাউন হলের সামনে, প্রেসক্লাব এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন। হঠাৎ জনা বিশেক লোক নিয়ে সেখানে হাজির হয়ে আলাদা করে লিফলেট দিতে শুরু করেন পদহীন নেতা কামাল। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন সরোয়াের সঙ্গীরা। একে অন্যের সাথে তাকে নিয়ে বিষেদাগার করেন। একপর্যায়ে ছাত্র-যুবদল নেতারা মেয়র কামালকে দালাল, ভুয়া বলে কটুক্তি করে। কামাল অনুসারিরা পাল্টা জবাব দেয়ার চেষ্টা করলে বাকবিতন্ডা হয় দুই পক্ষের। এসময় কামালকে পেছন থেকে ধাক্কা দেয়। অবস্থা বেগতিক দেখে যুগ্ম মহাসচিব সরোয়ার নেতা-কর্মীদের শান্ত করেন।উল্লেখ্য, সিটি নির্বাচনে মেয়র হওয়ার পর আ.হা. কামাল দলীয় নেতা-কর্মীদের খোঁজ নেননি। যে খবর কেন্দ্রে পৌছালে দলে গুরুত্বহীন হয়ে পড়েন। দলীয় কোন সংগঠনেও পদ নেই তার। যে কারণে এখানকার বিএনপির বৃহৎ অংশের চক্ষুশূলে পরিণত হন কামাল। গত বছর নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীরা কামালের পল্টিবাজি তুলে ধরেন। এছাড়া চলতি বছর কেন্দ্রীয় নেতাদের লঞ্চে এগিয়ে দিতে গিয়ে সেখানেও নেতৃবৃন্দের রোষানলে পড়েন কামাল।বেশ কিছুদিন পুর্বৈ মেয়র কামাল বিরোধী দলের হলেও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে রাজনৈতিক অভিবাবক মেনে বক্তব্য দিয়েছিলেন।যার ভিডিও রয়েছে আমাদের কাছে।