বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উচ্চ আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
গয়েশ্বরের ঘনিষ্ট সাবেক যুবদল নেতা জানান, সন্ধ্যা সাতটার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আমাদের সময়কে জানান, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান এবং তার কুশল জানতে চান।
গত ৩০ জানুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের এক বৈঠক শেষে বাসায় ফেরার পথে পুলিশ প্লাজার সামনে থেকে গোয়েন্দা পুলিশ গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে। এর পর তার বিরুদ্ধে রমনায় একটি ও শাহাবাগ থানায় দুটি মামলায় গ্রেপ্তার দেখায় বলে জানান আমিনুল ইসলাম।