দাগহীন ত্বক কে না চায়! তাই আজকে সুস্থ ও সুন্দর ত্বকের জন্য ৩টি ফেসপ্যাকের বিবরণ দেয়া হল, যা খুবই কার্যকরী।
নিম, ময়দা ও দইয়ের ফেসপ্যাক
- একটি বাটিতে ১ চা চামচ দই নিন। তারপর ১ টেবিল চামচ ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার কিছু নিমপাতা বাটা বা নিমপাতার পাউডার নিন এবং সমস্ত উপাদানে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি পুরা মুখে লাগান, ১০-১৫ মিনিটের জন্য মুখে রেখে মিশ্রণটি শুঁকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দই ত্বক নরম রাখে এবং নিম এন্টিসেপটিক হিসেবে কাজ করে।
বাদাম, মধু এবং জাফরানের ফেসপ্যাক
- পানিতে রাতভর ভেজানো ৪/৫ টি কাজুবাদাম বেটে পেস্ট করে নিন। এবার এই পেস্টের সাথে ২ টেবিল চামচ গরম দুধে সামান্য জাফরান মেশানো দুধ, ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস যোগ করুন। এরপর এই মসৃণ পেস্টটি পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।
কলা এবং দইয়ের ফেসপ্যাক
- একটি বাটিতে ১টি পাকা কলা মেখে নিয়ে এতে ১ টেবিল চামচ দই যোগ করুন। এবার ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস এতে মিশিয়ে একটি মসৃণ পেস্ট বানান। এরপর মুখ ও গলায় লাগিয়ে শুঁকানো পর্যন্ত এটি রেখে দিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
লেবু একটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে আর দই ময়শ্চারাইজার হিসাবে ভাল কাজ করে।