আগামী মাসে বাংলাদেশে আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের শরণার্থী শিবির ও সাত লাখ রোহিঙ্গার বাস্তুচ্যুত হওয়ার প্রভাব সরেজমিনে খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। আশা করা হচ্ছে, মে মাসের প্রথম দিকেই তিনি বাংলাদেশে আসবেন।
কানাডার গ্লোব অ্যান্ড মেইল সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে এখনো পরিকল্পনা চলছে। তবে তিনি মিয়ানমার সফর করবেন না।
এ প্রসঙ্গে টরেন্টোর একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক জন কিরটন গ্লোব এন্ড মেইলকে বলেছেন, রোহিঙ্গা সংকটকে পররাষ্ট্রমন্ত্রী ফ্রিল্যান্ড ব্যক্তিগত কূটনৈতিক তৎপরতার মূলে রেখেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের অভিযোগ উঠলে আন্তর্জাতিক অঙ্গনে জোরোলো ভূমিকা রাখে কানাডা। সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ সম্মেলনেও ব্রিটেনকে সঙ্গে নিয়ে জোরালো ভূমিকা রেখেছে তারা।