নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ চালুর লক্ষ্যে বাংলাদেশ থেকে দুটি বাস সোমবার পরীক্ষামূলক যাত্রা শুরু করে কাঠমান্ডুর পথে। তিন দিন যাত্রা শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছাবে বাস দুটি।
সোমবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের বাস দুটি নেপালের উদ্দেশে ছেড়ে যায়। ওই দিন সন্ধ্যায় ৬ টায় রংপুরে পৌঁছে বাস দুটি। সেখানে রাত কাটিয়ে মঙ্গলবার পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুঁড়ি পৌঁছায়। সেখান থেকে নেপালের কাঁকরভিটায় গিয়ে রাতের যাত্রাবিরতি নেয়। যাত্রাবিরতি শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছাবে বাস দুটি।
এই যাত্রায় রয়েছে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ৪৪ সদস্যের একটি দল। বাংলাদেশের ২৩, ভারতের ১১, নেপালের ৬ ও এশীয় উন্নয়ন ব্যাংকের দু’জন প্রতিনিধি রয়েছেন এই দলে।
শুক্রবার (২৭ এপ্রিল) কাঠমান্ডুতে তিন দেশের প্রতিনিধি দলের বৈঠক হবে। ঢাকা থেকে কাঠমান্ডু যেতে ১১শ’ কিলোমিটার পথের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এই রুটে নিয়মিত বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই, ভাড়া নির্ধারণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে সড়কপথে বিনা বাধায় যাত্রী পরিবহনে ২০১৫ সালের ১৫ জুন থিম্পুতে মোটরযান চুক্তি সই করে চার দেশ। পরে ভুটান চুক্তি থেকে সরে যাওয়ায় বাকি তিন দেশের মধ্যে যাত্রীবাহী বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের সফরে প্রটোকল সইয়ের সম্ভাবনা ক্ষীণ বলে জানা গেছে। পরীক্ষামূলক যাত্রায় তিন দিন সময় লাগলেও বাণিজ্যিক যাত্রায় সময় আরও কম লাগবে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান।
বাংলাদেশ সময়ঃ ১৩৪০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৮