বান্দরবানে সদর উপজেলা কুহালং ইউনিয়নে বাকীছড়া এলাকায় এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম নাইন্দা (৮০)। বৃহস্পতিবার সকালে বাকীছড়া মাঝের পাড়া বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সবিদা (৪২) নামে একজন জ্যেষ্ঠ শ্রমণকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বৌদ্ধ বিহারের লোকেরা ভোজন কক্ষে রক্তাক্ত অবস্থায় ভিক্ষু নাইন্দাকে দেখতে পান। তখন বিহারে থাকা সবিদা (৪২) নামে একজন জ্যেষ্ঠ শ্রমণকে পালিয়ে যেতে দেখেন তারা। বিহার কমিটি পালিয়ে যাওয়া শ্রমণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এবিষয়ে ২ নং কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, কারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে আর কেন বা কোন কারণে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছেনা।
প্রধান বিহারাধ্যক্ষ উ পাইন্দিতা বলেন, নিহত বৌদ্ধ ভিক্ষু তুংখ্যং পাড়ার বাসিন্দা। ভিক্ষু হয়েছেন পাঁচ বছর আগে। বিহারে অন্য কারও সঙ্গে তার কোনও বিরোধ ছিল না।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, নিহত বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক সবিদা শ্রমনকে আটক করা হয়েছে। তদন্তের পর এ হত্যার কারণ জানা যাবে।