বরগুনায় ৫০তম শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বরগুনা শ্রীগুরু সংঘের উদ্যোগে সার্বজনীন আখড়া মন্দির প্রাঙ্গণে পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেব স্মরণে পূণ্য তিথি বৈশাখী পূর্ণিমায় পাঁচদিন ব্যাপী চলবে এ অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে রবিবার সকালে শ্রীগুরু সংঘের সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক মি. দিলীপ কুমার সমদ্দার জাতীয় ও সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
এরপরেই একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে বরগুনা জেনারেল হাসপাতালে যায় এবং রোগীদের মধ্যে ফল বিরতণ করা হয়। অনুষ্ঠানে দেশের বিখ্যাত ৬টি সম্প্রদায় ৪০ প্রহর সংকীর্তন পরিবেশন করবেন। প্রতিবছর এ অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও শিষ্যরা সমবেত হন।