বরিশাল ॥ “এগিয়ে চলার ৩৫ বছর-সাংস্কৃতির সংগ্রাম এগিয়ে চলা অবিরাম” শ্লোগানকে সামনে রেখে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের দুইদিনব্যাপী ৩৫ তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলনের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ সভা ও কর্মী সম্মেলনের উদ্বোধণ করেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, শব্দাবলী থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, উদীচী সভাপতি এ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সি, গণশিল্পি সংস্থা পরিষদের সভাপতি শান্তি দাস, সাংস্কৃতিক ব্যাক্তি এসএম আকাশ, কাজল ঘোষ প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন।
বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ দীর্ঘ ৩৪ বছর যাবত জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ বহু আন্দোলন-সংগ্রামে অগ্রণীভূমিকা পালন করে আসছে। বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলনে শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।