প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ বৈঠক দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। এ ছাড়া আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর একটি সাম্মানিক ডি-লিট ডিগ্রি গ্রহণের কথা রয়েছে। এসব অনুষ্ঠানের ফাঁকে ২৫ মে দুই প্রধানমন্ত্রী বৈঠক করবেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
হাসিনা-মোদী বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তার পানিবণ্টন চুক্তি থাকবে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদেই তিস্তা চুক্তি সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেছেন।
চলতি বছরই বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু এখনো চুক্তির ব্যাপারে কোনো আশার আলো জ্বলে ওঠেনি।