বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি গ্রীনলাইন ৩ জাহাজের সাথে বালুবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৮ মে) রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালে আসার পথে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরের একলাচপুর লাগোয়া মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে তলিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কেনান কান নামে এক যাত্রী।
ওই যাত্রী আরও জানিয়েছেন- আনুমানিক ৪’শ যাত্রী নিয়ে জাহাজটি বরিশালের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ওই স্থানে একটি বালুবাহি কার্গোর সাথে জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
সংঘর্ষের পরে যাত্রীদের চরে নামিয়ে দিয়ে জাহাজটিকে নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু এই তথ্যে সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে জানিয়েছেন- সকল যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাদের বরিশালে নিয়ে আসতে এমভি গ্রীনলাইন ২ নামক আরেকটি জাহাজ পাঠানো হয়েছে।’’…………..
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে দ্রুতগামী জলযান (ওয়াটার বাস) গ্রীনলাইন-৩ দুর্ঘটনার কবলে পড়ায় ঢাকাগামী যাত্রীদের টিকিট ফেরত দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে গ্রীনলাইন সার্ভিসের বরিশাল অফিসের ইনচার্জ শামসুল আরেফিন লিপটন এই বিষয়টি নিশ্চিত করেন।
এই কর্মকর্তা বলেন- দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে গ্রীনলাইন-৩ এর সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে যাত্রীদের তেমন কোনো ক্ষতি না হলেও জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে ঢাকায় থাকা গ্রিনলাইন-২ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে আসে।
বরিশাল পৌঁছানোর পর আবার দুই শতাধিক যাত্রী নিয়ে বিকেল ৩ টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিলো গ্রীনলাইন-৩ এর। দুর্ঘটনার কারণে গ্রীনলাইন-৩ এর পরিবর্তে গ্রীনলাইন-২ ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিলো। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। কারণ সন্ধ্যায় গ্রীনলাইন-২ ছেড়ে গেলে যাত্রীরা ঢাকায় গিয়ে বিপাকে পড়ার সম্ভবনা রয়েছে।
তাই গ্রীনলাইনের প্রধান কার্যালয় ও বরিশাল কার্যালয় থেকে ফোন করে যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক যাত্রী তাদের টিকিটের টাকা ফেরত দিয়েছেন।’…………