পরিবারতন্ত্র নিয়ে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, ‘পরিবারতন্ত্রের রাজনীতির দিন শেষ হয়ে গিয়েছে। মানুষ এখন কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিচ্ছেন। নেতারা কাজের মাধ্যমেই জনতার মন জয় করার চেষ্টা করছেন।’
শুক্রবার বিজেপি মোর্চার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কৃষক, তপশিলি জাতি ও উপজাতি, মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কাজের পার্থক্য সহজেই বোঝা যায়। এই সরকারের কাজকর্ম নিয়ে কোনো অভিযোগ নেই।
বিজেপি সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেছেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রথম দলের সব শাখার বৈঠক হল।
মোর্চা নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, মোর্চাগুলি দলের সামনের সারির সংগঠন। বর্তমানে বিজেপি সভাপতি অমিত শাহও মোর্চা থেকেই উঠে এসেছেন।সূএ: জি নিউজ