বিগত বেশ কিছুদিন ধরেই কুর্সি দখলে কর্ণাটকে চলছে এক জমজমাট নাটক৷ যেখানে প্রত্যেক পক্ষই চালের পাল্টা চাল দিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাচ্ছে৷ কে শেষ হাসি হাসবে সেই দিকে তাকিয়ে যখন সকলেই, তারই মাঝে ইয়েদুরাপ্পার পদত্যাগে বিরোধী নেতা এক বিতর্কিত মন্তব্য করে বসলেন৷ কংগ্রেসের সঞ্জয় নিরুপম রাজ্যপাল বাজুভাই বালাকে কুকুর বলে মমন্তব্য করলেন, আর সেই মন্তব্যেই বিতর্ক-সামলোচনার ঝড় উঠল রাজনীতির আঙিনায়৷
কর্ণাটকে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগের পর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী(মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এন চন্দ্রবাবু নাইডু) বর্তমান পরিস্থিতিকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন৷ আবার বিরোধীদলের বহু শীর্ষ নেতা একে বিজেপির এক উচিত শিক্ষা বলে মনে করছেন৷ পাশাপাশি রাজ্যপাল বাজুভাই বালা র ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন৷
মায়াবতী রাজ্যপালের পদত্যাগ যেমন দাবি করেছেন, তেমনি কংগ্রেসও বাজুভাই বালার কাজে প্রশ্নচিহ্ন তুলেছে৷ তবে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম রাজ্যপালকে সরাসরি কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কের শীর্ষে পৌঁছে গিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এবার হয়তো দেশের সকলেই নিজের কুকুরের নাম বাজুভাই বালা রাখবে কারণ এর থেকে বিশ্বস্ত কেউ হতে পারবে না৷
অন্যদিকে, গুজরাতের যুব নেতা হার্দিক প্যাটেল ট্যুইটারে রাজ্যপাল কবে পদত্যাগ করছেন সেই প্রশ্নও করেছেন৷ আড়াই দিন সরকার চালানোর পরে ইয়েদুরাপ্পার পদত্যাগে বিরোধীদের তোপের মুখে বাজুভাই বালাকে পড়তে হবে, এবং পদ নিয়ে যে চাপের সম্মুখীন হতে হবে সে সম্ভাবনাকেও এখন আর উড়িয়ে দিচ্ছে না অনেকেই৷