নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউপির সংরক্ষিত এক বিবাহিতা হিন্দু নারী মেম্বারের প্রতি লোলুপ দৃষ্টি পড়েছে একই পরিষদের ওয়ার্ড মেম্বার কুদ্দুছ খাঁর। এমনকি ওই নারীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
হিন্দু মহিলা মেম্বারের নাম প্রনতি রানি। তার স্বামী একজন গরীব চৌকিদার। মেম্বার প্রনতির এক মেয়ে ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।
অভিযুক্ত কুদ্দুছ খাঁ ৯ নং ওয়ার্ডের মেম্বার। সে নিজেও বিবাহিত কিন্তু সে একাধিকবার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রনতি রানি দাসকে ধর্ষন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিবাহের প্রস্তাব করে।
প্রনতি রানি জানায় স্বামী, সন্তান ও তিনটি ওয়ার্ডের দায়িত্ব নিয়ে সে সুখেই আছে। কিন্তু প্রতিবেশী খান্দুরা গ্রামের ৯ নং ওয়ার্ডের মেম্বার কুদ্দুছ খাঁ দুই বছর যাবৎ তাকে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত করে বিয়ে করার কু প্রস্তাব দিয়ে আসছে। পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়েজউদ্দিন ভূইয়া (পারভেজ মাষ্টার) এর নেতৃত্বে কয়েক দফা বুঝানোর পরও সে নাছোড়বান্দা। সে প্রনতি রানি মেম্বারকে জোর করে হলেও বিয়ে করবে নতুবা সে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে ছাড়বে। এমনকি সে প্রনতিকে প্রান নাশের হুমকিও দিয়ে যাচ্ছে।
চাপড়তলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়েজউদ্দিন ভূইয়া ও উক্ত পরিষদের কয়েকজন মেম্বারের সাথে কথা বলে এ অভিযোগের সত্যতা মিলেছে।