সম্প্রতি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মাননা ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সোনিয়া বশির। এক লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছেন তিনি।
সোনিয়া বশির বর্তমানে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার। প্রতি বছর দেয়া হয় এ সম্মাননা। এ বছর এক লাখ জনের মধ্যে ১৫জন এই ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন বলে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাধারণত সুযোগ্য নেতৃত্ব, উদ্ভাবণ এবং ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের উপর ভিত্তি করে দেয়া হয় এই অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির এই সম্মাননার জন্য মনোনিত হন।
সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য অবদান ও সর্বোচ্চ পারদর্শীতার জন্য চলতি বছর এক লাখ কর্মীর মধ্যে মাত্র দুই শতাংশেরও কম কর্মকর্তা-কর্মচারী ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি জানিয়ে সোনিয়া বশির কবির বলেন, ‘এই পুরস্কারে পাওয়ায় আমি বেশ আনন্দিত ও বিস্মিত। এ প্রাপ্তি আমার জন্য একটি বিশাল স্বীকৃতি। আশা করি আমার পুরস্কার বাংলাদেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাইক্রোসফটের সঙ্গে এক হয়ে কাজ করার ক্ষেত্রে বেশ সহায়ক হবে।’