বরিশাল ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন উপলক্ষে খসরা ভোটার তালিকা প্রকাশ করেছে বরিশাল জেলা নির্বান কর্মকর্তা। সোমবার (০৪ জুন) সকালে তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তালিকা প্রকাশ করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান জানান, বরিশাল সিটি কর্পোরেশানে মোট ভোটার রয়েছে ২ লাখ ৪১ হাজার ৯শত ৫৯ জন। গত নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ১১ হাজার ২শত ২৭। মোট ভোটার কেন্দ্রের সংখ্যা ১২৭টি। গত বছর এর সংখ্যা ছিল ১শটি। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সিটির অধিন ৪থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কর্মকর্তা।