দীর্ঘবছর পর বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার এই কমিটির ঘোষনা করা হয়।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সভাপতি করা হয়েছে আমিনুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক করা হয়েছে রফিকুল ইসলাম জনিকে। এছাড়া এই কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মামুন ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জাবের আব্দুল্লাহ সাদীকে।
একই সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিও গঠিত হয়েছে। এই কমিটিতে সভাপতি করা হয়েছে মাহাবুবুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক করা হয়েছে মশিউর রহমান মঞ্জুকে। এছাড়া এই কমিটির অন্য সদস্য হল, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম সমীর, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো: আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক করা হয়েঠে রাশেদুজ্জামান রাশেদকে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।