অনলাইন ডেস্ক : যুব মোর্চার বাইক মিছিল আটকানোর জন্য ফের মিছিল করা হবে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অগনতান্ত্রীক উপায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ যুব মোর্চার মিছিল আটকায়। সারা রাজ্যজুড়ে ১০০০ কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। এমনকি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বিজেপি কর্মীদের বাইক আটক করেছে বলে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। তবে রাজ্য পুলিশের এই গ্রেফতারে বিজেপিকে আটকানো যাবে না বলে মনে করেন তিনি। তাই ফের যুব মোর্চাকে সঙ্গে নিয়ে বিজেপি ফের বাইক মিছিল করবে বলে জানান দিলীপ ঘোষ। রবিবার সল্টলেকে রাজ্য পুলিশকে সরাসরি চ্যালেন্জ জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমরা ফের মিছিল করবো। রবিবার পুলিশ যেখানে মিছিল আটকেছে, সেখানেই মিছিল হবে। তবে এই মিছিলের নেতৃত্বে যুব মোর্চার নেতারাই থাকবে বলে জানান দিলীপ ঘোষ