দিল্লীর নির্বাচনের জন্য এখন মাত্র হাতে গোনা ৫ দিন রয়েছে। এই পরিস্থিতিতে কোনো দল পিছিয়ে থাকতে চাই না। বিজেপির প্রায় সব বড় নেতা বিধানসভা নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার প্রয়াসে প্রচার চালাচ্ছেন। এর মধ্যে বিজেপি দিল্লীতে নিজেদের সরকার আনার জন্য সমগ্র চেষ্টা লাগিয়ে দিয়েছে। তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, পার্টির সভাপতি জে পি নদ্দা হোক বা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লী নির্বাচনে বিজেপি যোগী আদিত্যনাথকে ব্রহ্মাস্ত্র হিসেবে নামিয়েছে।
মুখ্যমন্ত্রী দিল্লির মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে প্রচার করছেন, এর মধ্যে জামিয়া নগর এবং শাহীন বাগ অন্তর্ভুক্ত রয়েছে। যোগী আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারকদের মধ্যে গণনা করা হয়। দিল্লির শাহীনবাগে দেশের নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। এমন পরিস্থিতি যোগী আদিত্যনাথকে বড়ো অস্ত্র হিসেবে মাঠে নামানো বড়ো মেরুকরণের খেলা হবে।
আজ UP এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটা বড়ো মন্তব্য করেছেন। উনি বলেছেন এখন তো শুধু কেজরিওয়াল হনুমান চল্লিশার পাঠ করছেন। একটু সময়ের অপেক্ষা করুন আসাউদ্দিন ওয়েসীও হনুমান চল্লিশা পাঠ করবেন। কেজরিওয়াল এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সময় নিজেকে কট্টর হনুমান বলে ব্যাক্ত করেছিলেন।
এর আগে দিল্লীর বিজেপি নেতা কপিল মিশ্রও কেজরিওয়ালের হনুমান চল্লিশা পাঠ নিয়ে মন্তব্য করেছিলেন। মঙ্গলবার সকাকে কপিল মিশ্রা ট্যুইট করে লেখেন যে, ‘কেজরীবাল হনুমান চাল্লিশা পড়া শুরু করেছে। এবার ওয়াইসিও হনুমান চাল্লিশা পড়বে। এটা আমদের একতার শক্তি। এরকম ভাবেই আমাদের এক থাকতে হবে। এক হয়ে ভোট দিতে হবে।”