রাতের অন্ধকারে ধারাবাহিক ভাবে তিনটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে…!!! মাটির প্রতিমাকে এতো ভয় কেনো??? অন্যের ধর্মকে আঘাত করলে নিজের ধর্ম মহান ও শ্রেষ্ঠ হয়ে যায় না!
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের দুটি মন্দিরের রাতের আঁধারে তিনটি প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ সোনাখুলি গ্রামের চণ্ডির মোড়ে দুর্গা প্রতিমার গলা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া সামবার্ড কালি মন্দিরে গভীর রাতে হামলা হয়। একই ঘটনা ঘটে পাশের বুড়ি মন্দিরে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা জ্যোতিকুমার রায় বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দুর্বৃত্তরা এই কাজ করেছে।’ নীলফামারির সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি