টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে ধ’র্ষণের শি’কার সেই তিন ছাত্রীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বি’রুদ্ধে। তিন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করার জন্য প্রধান শিক্ষককের কাছে লিখিতভাবে অনুরোধ জানালেও অনুমতি মেলেনি তাদের। এতে চরম হতাশা বিরাজ করছে নি’র্যাতিতা ও তাদের অভিভাবকদের মধ্যে।দীর্ঘদিন পর নি’র্যাতিতা ওই কি’শোরীরা স্কুলে গেলে স্কুলের প্রধান শিক্ষক তাদের আর এই স্কুলে রাখা হবে না বলে তাদের টিসি দিয়ে তাড়িয়ে দেয়। বার বার অনুরোধ করার পরেও তাদের কথায় কর্ণপাত করেনি প্রধান শিক্ষক বুলবুলি বেগম।
এই সমাজে ধর্ষকরা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়।আর ধর্ষিতার জন্য এই পৃথিবীটা হয়ে যায় নরকসময়!