যোগী রাজ্যে টন টন সোনার হদিশ। ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ উত্তর প্রদেশের সোনভদ্রে এই সোনার হদিশ পেয়েছে। এই কাজে সহযোগিতা করেছে উত্তর প্রদেশের ডিরেক্টরেট অফ জিওলজি। ই-টেন্ডারিং-এর মাধ্যমে সোনা তোলার কাজে হাত দেওয়া হবে বলে, জানা গিয়েছে প্রশাসন সূত্রে।