বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ত্রকটি গ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন কালের একটি কষ্টি পাথরের প্রতিমা ভাংগা অংশ উদ্ধার করে নন্দীগ্রাম থানা পুলিশ ৷থানা সুত্রে জানা যায়,রবিবার সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মোঃ শুকবর আলীর একটি পুরাতন পুকুরে ভেকুমেশিন দিয়ে মাটি খননের কাজ করছিল শ্রমিকরা ৷
খননকালে প্রতিমা ভাংগা অংশ চোখে পড়ে শ্রমিকদের ত্র সময় ভাংগা প্রতিমা তুলে উপরে নিয়ে আসলে উৎসুক জনতা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে নন্দীগ্রাম থানা পুলিশ ৷নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব শওকত কবির জানান,পুকুর খনন কালে মুর্তি পাওয়ার বিষয় জানতে পেরে আমরা সেটি উদ্ধার করি ত্রবং আদালতের নির্দেশ পেলে সেটি প্রত্নতত্ব অধিদপ্তরকে বুঝিয়ে দিব ৷