শুদ্ধানন্দ মহাথেরো এর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর পক্ষ থেকে এর আহবায়ক গৌতম চক্রবর্তী এর শোক প্রকাশ।
অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, পদুয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, পদুয়া সম্মিলণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পদুযা পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠাতা, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বজ্রযোগিনীতে অান্তজার্তিক অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নাদ্রষ্ঠা, থাইল্যান্ডের রাজ হতে সর্বোচ্চ উপাধিপ্রাপ্ত ফ্রা বিশুদ্ধিবংশ, মায়ানমার সরকার কর্তৃক অগ্গমহাসদ্ধর্মজোতিকাধ্বজ্জ, বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক প্রাপ্ত, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ঢাকাস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, গুরুদেব সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো সকাল ৭, ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।